নাম না করে রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিও
- বিভিন্ন ইস্যুতে রাজ্য়পালের সঙ্গে সরকারের সংঘাত প্রকাশ্যে চলে এসেছে
- এবার নাম না করে রাজ্য়পালকে নিশানা করলেন খোদ মুখ্যমন্ত্রী
- কেউ কেউ বিজেপি মুখপাত্র হিসেবে কাজ করছেন
- মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
এ রাজ্য়ে আসা থেকে বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে সংঘাতে ছড়িয়েছেন তিনি। আর এবার নাম না করে রাজ্যপাল জগদীপ ধানকড়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মন্তব্য, 'রাজ্যপালের পদটি সাংবিধানিক। কেউ কেউ বিজেপি-র মুখপাত্র হিসেবে কাজ করছেন, সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারের বিষয়টি দেখা উচিত।' প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা ত্রাণ বিলি নিয়ে রাজনীতি না করার বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধানকড়। এমনকী প্রয়োজনে তিনি নিজের ক্ষতিগ্রস্ত এলাকার যাবেন বলে জানিয়েছেন। সোমবার নবান্নে বুলবুল পরবর্তী রাজ্যের পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্র রাজস্ব বাবদ কম টাকা দেওয়া ত্রাণ কাজে সমস্যা হচ্ছে।