ভালো ও সুস্থ আছেন সৌরভ, অ্যাপোলো থেকে বেরিয়ে নিজেই মেডিক্যাল বুলেটিন দিলেন মমতা
সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালেমমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সৌরভ হাসপাতালে ভর্তি হতেই একপ্রস্থ খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সৌরভের স্বাস্থ্যের বিষয়ে রাজ্য সরকার যাতে প্রবল নজরদারি রাখে তার জন্য তাঁর দফতরকেও নির্দেশ দিয়ে রেখেছিলেন। বৃহস্পতি সৌরভের অ্যাঞ্জিগ্রাফি সম্পূর্ণ হতেই হাসপাতালে পৌঁছন মমতা।
সৌরভর গঙ্গোপাধ্যায়ের অ্যাঞ্জিওগ্রাফি সফল। অ্যাপোলো-র সামনে দাঁড়ানো সাংবাদিকদের পরিস্কার করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানান, অত্যন্ত সাফল্যের সঙ্গেই বিশেষজ্ঞ চিকিৎসকরা দুটি স্টেন্ট বসাতে সফল হয়েছেন। এদিন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর উপস্থিতিতেই চিকিৎসকরা অ্যাপোলো হাসপাতালে সৌরভের ব্লকেজ থাকা আর্টারিতে স্টেন্ট বসান। অ্যাঞ্জিওগ্রাফি শেষ হতে না হতেই অ্যাপোলো হাসপাতালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সৌরভের সঙ্গে দেখা করেন তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির স্বাস্থ্যের ব্যাপারে এক্কেবারে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন। সৌরভের সঙ্গে কথাও বলেন মমতা। এরপর ডোনা এবং সৌরভ কন্যা সানার সঙ্গেও কথা বলেন। সৌরভের চিকিৎসায় রয়েছে তিন চিকিৎসকের একটি দল। এই দলের সঙ্গেও কথোপকথন সারেন মুখ্যমন্ত্রী। এরপর বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে, মুখ্যমন্ত্রী জানান, সৌরভ খুবই ভালো রয়েছে এবং সুস্থ আছে। সৌরভের চিকিৎসার জন্য চিকিৎসকদের দলকেও অভিন্দন জানান তিনি।