সর্বভারতীয় 'NEET' পরীক্ষায় বাংলায় তৃতীয় মহিষাদলের দেবাংকিতা, খুশির হাওয়া মহিষাদলে
৭ ই সেপ্টেম্বর সর্বভারতীয় 'NEET'পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় , সেই তালিকায় ২২ তম স্থান দখল করার পাশাপাশি বাংলায় তৃতীয় স্থান দখল করেছে মহিষাদলের দেবাংকিতা বেরা ।
৭ ই সেপ্টেম্বর সর্বভারতীয় 'NEET'পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় | সেই তালিকায় বাংলায় তৃতীয় স্থান দখল করেছে মহিষাদলের দেবাংকিতা বেরা | ৭২০ নম্বরের মধ্যে দেবাংকিতার প্রাপ্ত নম্বর ৭০৫ | তার এই ফলাফলে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে পরিবার | তার এই সফল্যের পেছনে বাবা ও মায়ের অবদান অনস্বীকার্য বলে জানায় দেবাংকিতা |