সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বাংলা পক্ষ-র বিক্ষোভ
বাংলার ছেলেমেয়েদের বঞ্চিত করে অন্য রাজ্যের ছেলেমেয়েদের ডোমিসাইল বি এর মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজ গুলোয় রাজ্যের কোটায় ভর্তি করা হচ্ছে এরই প্রতিবাদে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষর সদস্যরা।
বাংলার ছেলেমেয়েদের বঞ্চিত করে অন্য রাজ্যের ছেলেমেয়েদের ডোমিসাইল বি এর মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজ গুলোয় রাজ্যের কোটায় ভর্তি করা হচ্ছে এরই প্রতিবাদে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষর সদস্যরা। স্বাস্থ্য ভবনের মেন গেটের সামনে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষর সদস্যরা। স্বাস্থ্য দফতরের কর্তাদের সাথে দেখা করে এবং তাদের দাবী নিয়ে স্বাস্থ্য কর্তার কাছে ডেপুটেশন দেয় বাংলা পক্ষ। তাদের দাবি নিয়ে টুইটার প্রচার করছে বাংলা পক্ষ। এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, ডঃ অরিন্দম বিশ্বাস, উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার সম্পাদক পিন্টু রায়, দক্ষিণ চব্বিশ পরগণার সম্পাদক প্রবাল চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা গ্রামীনের সম্পাদক দেবাশীষ মজুমদার, হাওড়ার সম্পাদক জয়দীপ দে এবং উত্তর চব্বিশ শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ সামাজিক মাধ্যম সমন্বায়ক সায়ন মিত্র প্রমুখ। পাঁচ জনের প্রতিনিধি দল সেখানে এদিন উপস্থিত ছিলেন।