Primary teachers: মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে গিয়ে বাধার মুখে চাকরিপ্রার্থীরা

বুধবার প্রাইমারি চাকরিপ্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডেপুটেশন জমা করতে যান। তবে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদেরকে মুখ্যমন্ত্রীর সাঙ্গে দেখা করতে দেননি। ডেপুটেশন পুলিশ রিসিভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবেন বলেই আশ্বাস দেন। 

/ Updated: Nov 17 2021, 07:23 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবার প্রাইমারি চাকরিপ্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডেপুটেশন জমা করতে যান। তবে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদেরকে মুখ্যমন্ত্রীর সাঙ্গে দেখা করতে দেননি। ডেপুটেশন পুলিশ রিসিভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবেন বলেই আশ্বাস দেন। এরপর তাঁদের কালিঘাট অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়। এই চাকরিপ্রার্থীদের মূল অভিযোগ, আট বছর হয়ে গেছে পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নাম ওঠার, তা সত্বেও তাদেরকে কোন রকম ভাবে শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছেনা। তাই স্বাভাবিকভাবে মানসিক অবসাদে ভুগছেন তাঁরা এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন তাঁরা। এদিন তাই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই অসুবিধার কথা ভেবে তাদের দিকে দৃষ্টিপাত করেন। শিক্ষা দফতরের আরটিআই মাধ্যমে তারা জানতে পারেন ১৪ হাজার  ৩৩৯ টি শূণ্যপদ রয়েছে। এখানেই তারা প্রশ্ন তুলছে তালে আট বছর ধরে তাদের কেন নিয়োগ করা হয়নি। আর এই সব অভিযোগ নিয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে  ডেপুটেশন জমা দিতে যান তাঁরা।