তৃণমূলের ভয়ের রাজনীতিতে আর কাজ হচ্ছে না, ফের চা চক্রে চেনা সুরে দিলীপ ঘোষ


জন সংযোগ বাড়াতে প্রায়শই প্রাতভ্রমণে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি। বুধবার দিলীপ ঘোষ হাজির হয়েছিলেন লেকটাউনের কালিন্দীতে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিনও  তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি। দাবি করলেন ভয় লোকসভা ভোটের পর আধিপত্য কমেছে  তৃণমূলের, তাই বাইকবাহিনী দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ঘরবন্দি করে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ধমকিয়ে, চমকিয়ে একাজ্যের মানুষকে আর আটকে রাখা যাবে না। 

/ Updated: Nov 13 2019, 11:58 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


জন সংযোগ বাড়াতে প্রায়শই প্রাতভ্রমণে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি। বুধবার দিলীপ ঘোষ হাজির হয়েছিলেন লেকটাউনের কালিন্দীতে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিনও  তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি। দাবি করলেন ভয় লোকসভা ভোটের পর আধিপত্য কমেছে  তৃণমূলের, তাই বাইকবাহিনী দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ঘরবন্দি করে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ধমকিয়ে, চমকিয়ে একাজ্যের মানুষকে আর আটকে রাখা যাবে না।