পরাজয়ের জন্য দায়ি অভিজ্ঞতার অভাব, মূল্যায়ন দিলীপের


লোকসভা ভোটে সবাইকে চমকে দিয়ে এরাজ্যে ১৮টি আসন জিতেছিল বিজেপি। তাই উপনির্বাচনে লড়াইটা জোরদার হবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে মুখ থুবড়ে পড়ল এরাজ্যে পদ্ম শিবিরের বিজয়রথ। এমনকি গতবার বিজেপি রাজ্যসভাপতির জেতা খড়গপুর বিধানসভা আসনটিও হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। উল্টে প্রথমবার খড়গপুরে উড়েছে তৃণমূলের বিজয়রথ। বিজেপির এই ফলাফল নিয়ে শুরু হয়েছএ চুলচেরা বিশ্লেষণ। মূল্যায়ন করেছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

/ Updated: Nov 30 2019, 05:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লোকসভা ভোটে সবাইকে চমকে দিয়ে এরাজ্যে ১৮টি আসন জিতেছিল বিজেপি। তাই উপনির্বাচনে লড়াইটা জোরদার হবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে মুখ থুবড়ে পড়ল এরাজ্যে পদ্ম শিবিরের বিজয়রথ। এমনকি গতবার বিজেপি রাজ্যসভাপতির জেতা খড়গপুর বিধানসভা আসনটিও হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। উল্টে প্রথমবার খড়গপুরে উড়েছে তৃণমূলের বিজয়রথ। বিজেপির এই ফলাফল নিয়ে শুরু হয়েছএ চুলচেরা বিশ্লেষণ। মূল্যায়ন করেছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। আর উপনির্বাচনে বিজেপির হেরে যাওয়া নিয়ে দলের অভিজ্ঞতার অভাবকেই দায়ি করছেন বিজেপি রাজ্য সভাপতি। তবে এই পরাজয়ে দলের কর্মীদের উৎসাহে কোনও ভাটা পড়বে না বলেই আশা দিলীপের। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনেই যে এরাজ্যে প্রকৃত শক্তি পরীক্ষা হতে চলেছে তাও মনে করিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।