'৭১ তম জন্মদিন উপলক্ষ্যে ৭১ জায়গার নদী পরিষ্কার হবে', মোদীর জন্মদিনের একাধিক কর্মসূচির কথা জানালেন দিলীপ

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন। 'মোদীর জন্মদিনে একাধিক কর্মসূচি', জানালেন দিলীপ। '২০ দিন ব্যাপি চলবে এই সমস্ত কর্মসূচি', দিলীপ ঘোষ। '৭১ তম জন্মদিন উপলক্ষ্যে ৭১ জায়গার নদী পরিষ্কার হবে'। এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি। এছাড়াও মোদীর জন্মদিনে রয়েছে বহু কর্মসূচি। এসবের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি বলেন, ১৩ বছর মুখ্যমন্ত্রী এবং ৭ বছর প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছেন নরেন্দ্র মোদী। মোট কুড়ি বছর পূর্ণ হচ্ছে এবার, ইতিহাসে কোনও নেতা এত সাফল্য পাননি বলেও দিলীপ ঘোষ জানান।

/ Updated: Sep 17 2021, 11:41 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন। 'মোদীর জন্মদিনে একাধিক কর্মসূচি', জানালেন দিলীপ। '২০ দিন ব্যাপি চলবে এই সমস্ত কর্মসূচি', দিলীপ ঘোষ। '৭১ তম জন্মদিন উপলক্ষ্যে ৭১ জায়গার নদী পরিষ্কার হবে'। এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি। এছাড়াও মোদীর জন্মদিনে রয়েছে বহু কর্মসূচি। এসবের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি বলেন, ১৩ বছর মুখ্যমন্ত্রী এবং ৭ বছর প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছেন নরেন্দ্র মোদী। মোট কুড়ি বছর পূর্ণ হচ্ছে এবার, ইতিহাসে কোনও নেতা এত সাফল্য পাননি বলেও দিলীপ ঘোষ জানান।