'ইডির জেরার পর অনেকেই আবোল তাবোল বলেন', অভিষেককে বিঁধলেন দিলীপ
মঙ্গলবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। সেখানে অভিষেক বিরোধী একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। 'জীবন নিয়ে পালিয়ে গেল নেতারা সব', বললেন দিলীপ ঘোষ। '৯ঘন্টা যদি ইডি জেরা করে তখন লোকে অনেকেই আবল তাবোল বলেন'। রাজ্য সরকার বিরোধী মন্তব্য করে অভিষেককে বিঁধলেন দিলীপ। যে নেতারা ভুবনেশ্বর গিয়েছিলেন তাদের চেহারাই পাল্টে গিয়েছিল, এমন কথাও বলতে শোনা গেল তাঁকে।
মঙ্গলবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। সেখানে অভিষেক বিরোধী একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। 'জীবন নিয়ে পালিয়ে গেল নেতারা সব', বললেন দিলীপ ঘোষ। '৯ঘন্টা যদি ইডি জেরা করে তখন লোকে অনেকেই আবল তাবোল বলেন'। রাজ্য সরকার বিরোধী মন্তব্য করে অভিষেককে বিঁধলেন দিলীপ। যে নেতারা ভুবনেশ্বর গিয়েছিলেন তাদের চেহারাই পাল্টে গিয়েছিল, এমন কথাও বলতে শোনা গেল তাঁকে।