কৃষকের ক্ষেতে 'পাথর ফলছে,' সিঙ্গুর নিয়ে দিদিকে খোঁচা দিলীপের

  • কৃষকের ক্ষেতে 'পাথর ফলছে,' 
  • সিঙ্গুর নিয়ে দিদিকে খোঁচা দিলীপের
  • জমি চাষের উপযোগী হয়নি 
  • ওখানে কেবল পাথর আর লোহা পড়ে রয়েছে
/ Updated: Sep 14 2019, 01:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরতের তিন বছর উপলক্ষে পাল্টা মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির দাবি সিঙ্গুরে চাষের জমিতে পাথর, লোহা পড়ে রয়েছে। এদিকে কৃষকের প্রতি প্রতিশ্রুতির কথা বলছেন দিদিমণি। আজ সিঙ্গুরের কৃষকদের ইচ্ছের বিরুদ্ধে অধিকৃত জমি ফেরতের তৃতীয় বার্ষিকী উপলক্ষ্য়ে টুইট করেন মমতা।  টুইটে মুখ্যমনত্রী লেখেন, এই ঐতিহাসিক দিনে সরকার কৃষকদের পরচা হস্তান্তর করে। শিল্পের সমৃদ্ধি এবং কৃষকদের স্বার্থ সুনিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মা-মাটি-মানুষ কে জানাই আমার প্রণাম। যার বিরুদ্ধে সরব হন দিলীপ ঘোষ। সিঙ্গুরের কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন,ওখানকার কৃষকরা আবার কারখানা চাইছেন কেন? মুখ্যমন্ত্রী তিন বছর ধরে যে কাগজ দিয়েছেন তাতে কোনও জমি নেই। সেখানে কোনও চাষ হয়নি। ধান, সব্জি কিছুরই ফলন হয়নি। কারণ সেখানকার জমি চাষের উপযোগী হয়নি। ওখানে কেবল পাথর আর লোহা পড়ে রয়েছে। আগে জমি চাষের উপযোগী করে দিন,নয়তো কারখানা দিন। উনি কিছুই দেন না, কেবল ভোট নেন।