কর্মবিরতি নয়, এই হাসপাতালের ডাক্তাররা রোগীদের মিষ্টি-চকোলেট খাওয়ালেন, দেখুন ভিডিও

  • এনআরএস কান্ডে পরে রাজ্য জুড়ে ডাক্তাররা যখন রোগী দেখা বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন
  •  ঠিক তখনই অভিনব ভাবে প্রতিবাদ করলেন পটাশপুরের চিকিৎসকরা।  রোগীর চিকিৎসা তো করলেনই
  •  সঙ্গে রোগী ও তাঁর আত্মীয় পরিজনদের ফুল ও চকোলেট দিলেন
  •  এভাবেই প্রতিবাদ জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে ব্লক হাসপাতালে ডাক্তাররা
     
/ Updated: Jun 13 2019, 08:54 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এনআরএস কান্ডে পরে রাজ্য জুড়ে ডাক্তাররা যখন রোগী দেখা বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন,  ঠিক তখনই অভিনব ভাবে প্রতিবাদ করলেন পটাশপুরের চিকিৎসকরা।  রোগীর চিকিৎসা তো করলেনই। সঙ্গে রোগী ও তাঁর আত্মীয় পরিজনদের ফুল ও চকোলেট দিলেন। এভাবেই প্রতিবাদ জানালেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে ব্লক হাসপাতালে ডাক্তাররা।

পটাশপুর হাসপাতালের ডাক্তার গৌরাঙ্গ শীল বলেন, অনেক জায়গায় হাসপাতাল বন্ধ করে বুকে কালো ব্যাচ পরে ধর্মঘট পালন করা হচ্ছে। কিন্তু আমরা হাসপাতালে বন্ধ না করে রোগীদের পরিষেবা সুন্দর দিতে, রোগীদের ফুল ও চকোলেট দিয়ে প্রতিবাদ জানালাম। আমরা চাই আমআদের সঙ্গে রোগী ও তার পরিজনদের সম্পর্ক ঠিক থাকুক।

প্রসঙ্গত, সাগরদত্ত হাসপাতালে এক শিশুর মৃত্য়ু হয়েছে। শিশুর বাবা জানিয়েছেন, ডাক্তারদের কর্মবিরতির জন্যই মৃত্যু হয়েছে শিশুর। এর পরেই মমতা টুইট করে চিকিৎসকদের স্বাস্থ্য পরিষেবা চালু করার আবেদন জানান।