তরুণীর পেটে দু' কেজি গয়না- কয়েন, কী কী বেরোল, দেখুন ভিডিও

অস্ত্রোপচার করে মানসিক ভারসাম্যহীন এক তরুণীর পেট থেকে প্রায় দু' কেজি অলঙ্কার এবং ধাতব বস্তু বার করলেন চিকিৎসকরা। বুধবার ঘটনাটি ঘটেছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

/ Updated: Jul 25 2019, 04:20 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অস্ত্রোপচার করে মানসিক ভারসাম্যহীন এক তরুণীর পেট থেকে প্রায় দু' কেজি অলঙ্কার এবং ধাতব বস্তু বার করলেন চিকিৎসকরা। বুধবার ঘটনাটি ঘটেছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। উদ্ধার হওয়া গয়নার মধ্যে রয়েছে হার, কানের দুল, আংটি, বালা। মোট নব্বইটি দশ টাকার কয়েন পাওয়া যায় তাঁর পেটে। এ ছাড়াও বেশ কিছু দু' টাকা এবং পাঁচ টাকার কয়েনও ছিল। ষাটটি রুপোর কয়েনও পাওয়া যায় তরুণীর পেটে। এছাড়াও পুঁথি, পাথর, লকেট, ঘড়ির বেল্ট এবং আস্ত একটি হাতঘড়িও উদ্ধার হয়েছে তরুণীর পেট থেকে। প্রায় এক ঘণ্টা পনেরো মিনিট ধরে ওই তরুণীর অস্ত্রোপচার করা হয়। সবমিলিয়ে তরুণীর পেটের ভিতর থেকে এক কেজি ছশো আশি গ্রাম ধাতব সামগ্রী উদ্ধার করা হয়। যে গয়নাগুলি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে অধিকাংশই তামা বা ইমিটেশনের। তবে কিছু সোনার গয়নাও রয়েছে। সিদ্ধার্থ বিশ্বাসের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এক ঘণ্টারও বেশি সময় ধরে এই অস্ত্রোপচার করেন। তবে কীভাবে ওই তরুণী এত গয়না গিলে খেলেন, তা এখনও স্পষ্ট নয় চিকিৎসকদের কাছে।