কড়া নিরাপত্তায় গঙ্গায় প্রতিমা নিরঞ্জন

  • করোনা আতঙ্কে এবার নিয়মের কড়াকড়ি যথেষ্টই
  • একাদশীতে দিনভর চলল প্রতিমা নিরঞ্জন
  • নিরাপত্তায় কোনও খামতি ছিল না গঙ্গার ঘাটগুলিতে
  • মোতায়েন ছিল পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল
     
/ Updated: Oct 27 2020, 07:06 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা সংক্রমণ যেন আর না বাড়ে! পুজো মিটতেই এবার প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্রকে সতর্ক প্রশাসন। বৃহস্পতিবার, একাদশী দিনও গঙ্গার বিভিন্ন ঘাট থেকে 'কৈলাশের উদ্দেশ্য রওনা' দেবী দুর্গা। নির্বিঘ্নেই মিটল নিরঞ্জন পর্ব।

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য তথা বিদায়ী মেয়র পারিষদ সদস্য দেবাশিষ কুমার জানিয়েছেন, সোমবার দশমীর দিনেই শহরের ষাট শতাংশ পুজোর প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে। মঙ্গলবার যথারীতি কড়া নিরাপত্তা ও প্রশাসনের নজরদারি গঙ্গার ঘাটে ভাসান পর্ব চলেছে। তবে বেশিরভাগ বাড়ির পুজোর প্রতিমাই নিরঞ্জন হবে বুধবার। করোনা সতর্কতায় প্রতি এক ঘণ্টা অন্তর গঙ্গার ঘাটগুলি জীবাণুনাশক স্পে করা হচ্ছে।