আউট্রাম ঘাটে ডিস্কো কিং-এর অস্থি বিসর্জন

বৃহস্পতিবার সকালেই কলকাতায় আনা হয় বাপ্পি লাহিড়ির অস্থি। কলকাতায় এসেছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী এবং পুত্র। বাপ্পি লাহিড়ির পরিবারের অন্যান্য সদস্যরাও এসেছেন কলকাতায়। আউট্রাম ঘাটে বাপ্পি লাহিড়ির অস্থি বিসর্জন দেওয়া হয়। সুসজ্জিত গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তাঁর অস্থি। তাঁদের পরিবারের সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।

/ Updated: Mar 03 2022, 05:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার সকালেই কলকাতায় আনা হয় বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) অস্থি। এদিন সকালেই তাঁর অস্থি নিয়ে কলকাতায় এসেছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর স্ত্রী এবং পুত্র। বাপ্পি লাহিড়ির পরিবারের অন্যান্য সদস্যরাও এসেছেন কলকাতায়। আউট্রাম ঘাটে বাপ্পি লাহিড়ির অস্থি বিসর্জন দেওয়া হয়। বিমানবন্দর থেকে একটি সুসজ্জিত গাড়িতে করে নিয়ে যাওয়া হয় তাঁর অস্থি। বিমানবন্দর থেকেই তাঁদের পরিবারের সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। আউট্রাম ঘাটে বাপি লাহিড়ির অস্থি বিসর্জন দিলেন তাঁর পুত্র বাপ্পা লাহিড়ি, কন্যা রেমা লাহিড়ি, স্ত্রী, বৌমা, জামাই এবং নাতিরা। সমস্ত বিষয়টি পরিচালনায় ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা বিমানবন্দর থেকে বাপি লাহিড়ির অস্থি বিশেষ ট্যাবলোয় নিয়ে আশা হয় আউট্রাম ঘাটে, মাঝ গঙ্গায় অস্থি বিসর্জন হয়। দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) জানান মৃত্যুর আগে তার সঙ্গে বাপি লাহিড়ির কথা হয়েছে। পরিবারের সদস্য কলকাতাতে শেষ শ্রদ্ধা জানালেন তাঁকে।