Ferry service: প্রবল প্রাকৃতিক দুর্যোগের জেরে বন্ধ ফেরি পরিষেবা
প্রবল প্রাকৃতিক দুর্যোগের জেরে হাওড়া ও কলকাতার মধ্যে বন্ধ করে দেওয়া হলো ফেরি সার্ভিস। হুগলি নদী জলপথ পরিবহন সমিতি এবং ভূতল পরিবহন সংস্থা সূত্রে খবর রিভার ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের নির্দেশে লঞ্চ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
প্রবল প্রাকৃতিক দুর্যোগের (weather) জেরে হাওড়া (Howrah) ও কলকাতার মধ্যে বন্ধ করে দেওয়া হল ফেরি সার্ভিস। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বর্ষণ বঙ্গে। সেই সঙ্গেই ভরা কোটালের কারণে সমুদ্র, নদীতে নামতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। সেই কারণেই বন্ধ রয়েছে ফেরি পরিষেবাও। হুগলি নদী (Hooghly river) জলপথ পরিবহন সমিতি এবং ভূতল পরিবহন সংস্থা সূত্রে খবর রিভার ট্রাফিক পুলিশ (traffic police) এবং প্রশাসনের নির্দেশে লঞ্চ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। হাওড়া ফেরিঘাটে দেখা গেল একাধিক ভেসেলকে জেটির সঙ্গে মোটা দড়ি দিয়ে বাঁধা আছে। যাতে কোন দুর্ঘটনা না ঘটে। এর পাশাপাশি সকাল থেকে টানা বর্ষণ এবং কোটালের কারণে গঙ্গার জল স্তর বেড়ে গেছে। হাওড়া ফেরি ঘাটের জেটির একাংশ জলের তলায়। দুর্যোগের কারণে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। অধিকাংশ কর্মী ভেসেল দেখভালের দায়িত্বে রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ফেরি সার্ভিস আপাতত বন্ধ থাকবে।