Fire: উল্টোডাঙায় খাদ্য শস্যের গুদামে ভয়াবহ আগুন, ভস্মীভূত সব কিছু, দেখুন ভিডিও

 ফের অগ্নিকাণ্ড শহরে। এবার আগুন লাগল উল্টোডাঙার একটি খাদ্য শস্যের গুদামে। মুহূর্তেই দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হল গুদামের কাঁচামাল সামগ্রী। ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১২ টি ইঞ্জিন ।
 

/ Updated: Nov 24 2021, 03:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 ফের অগ্নিকাণ্ড (Fire Incident at Ultodanga) শহরে। এবার আগুন লাগল উল্টোডাঙার একটি খাদ্য শস্যের গুদামে। মুহূর্তেই দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হল গুদামের কাঁচামাল সামগ্রী। ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১২ টি ইঞ্জিন (12 Fire Engine)। জানা গিয়েছে, এদিন ভোর ৪ টের সময় উল্টোডাঙার ওই ডালের গুদামটিতে আগুন লাগে। গুদাম থেকে অপর একটি গুদামেও ছড়িয়েছে আগুন। ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১২ টি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় এদিন সকাল ৬ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে পুরো গুদামটি। আগুনের নিয়ন্ত্রণের পরে চলছে কুলিং ডাউন প্রক্রিয়া। এদিন ভোরে সবার প্রথমে আগুন লাগার ঘটনাটি চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের চোখে। সঙ্গে সঙ্গে দমকল এবং পুলিশকে খবর দেওয়া হয়। প্রথমে, মানিকতলা ফায়ার স্টেশন থেকে তিনটি, পরে আরও সাতটি এবং শেষে আরও দুটি মোট ১২ টি দমকলের ইঞ্জিন আসে। তবে বরাবরের মতো ঘিঞ্জি এলাকার জেরে বাধার মুখে পড়তে হয় দমকলের ইঞ্জিনকে। তবে বাধা পেরিয়ে শেষ অবধি  ঘটনাস্থলে পৌছয় দমকলের ইঞ্জিনগুলি।এদিকে ততক্ষণ স্থানীয়রাই নলকূপের থেকে জল বার করে নিয়ে গিয়ে গুদামের আঘুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে অনুমান, ডালের গুদামে দাহ্য বস্তু থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়েছে।