দীপাবলিতে এবার বাজি নিষিদ্ধ, সল্টলেক থেকে উদ্ধার হল সেই বাজি
- কালী পুজোর আগে দুঃসংবাদ শুনিয়েছে হাইকোর্ট
- এবার কালী পুজোয় বাজি নিষিদ্ধ
- সেই বাজি উদ্ধার হল সল্টলেক থেকে
- এক নজরে দেখে নিন ভিডিও
দুর্গা পুজোর পর এবার কালী পুজোতেও করোনার প্রভাব। করোনার কথা মাথায় রেখেই এবার কালী পুজোয় আতসবাজি নিষিদ্ধ, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তার পর থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নজরদারী। পুলিশ গোপন সূত্রে আতসবাজি বিক্রির খবর পেয়ে হানা চালায় সল্টলেকে। আর সেখান থেকেই উদ্ধার হল বিপুল পরিমাণ বাজি। সেখানে দোকান খুলে বসে ছিলেন বাজি ব্যবসায়ী প্রতাপ হাজরা নামের এক ব্যক্তি। সেখানে গিয়ে হানা চালিয়ে প্রচুর পরিমাণ বাজি বাজেয়াপ্ত করে বিধাননগর উত্তর থানার পুলিশ।