চিঠি লিখে ফিরহাদের কোপে মিমি, কী বললেন মেয়র
ভালো করতে গিয়ে উল্টে বাজে হলেন সাংসদ। রাস্তার বেহাল দশা ঠিক করার আবেদন জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমের রোষের মুখে পড়লেন যাদবপুরের সাংসদ। অভিনেত্রী সাংসদের উপরে মেয়রের ক্ষুব্ধ হওয়ার নেপথ্যে একটি চিঠি। কয়েকদিন আগেই মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ই এম বাইপাসের বেহাল অবস্থা নিয়ে একটি চিঠি লিখেছিলেন যাদবপুরের সাংসদ।
ভালো করতে গিয়ে উল্টে বাজে হলেন সাংসদ। রাস্তার বেহাল দশা ঠিক করার আবেদন জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমের রোষের মুখে পড়লেন যাদবপুরের সাংসদ। অভিনেত্রী সাংসদের উপরে মেয়রের ক্ষুব্ধ হওয়ার নেপথ্যে একটি চিঠি। কয়েকদিন আগেই মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ই এম বাইপাসের বেহাল অবস্থা নিয়ে একটি চিঠি লিখেছিলেন যাদবপুরের সাংসদ। সেখানে তিনি অভিযোগ করেন,কামালগাজি সেতু থেকে বারুইপুর পর্যন্ত ই এম বাইপাসের অবস্থা অত্যন্ত খারাপ। বেহাল রাস্তার কারণে প্রায় প্রতিদিনই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন সাংসদ। অবিলম্বে ওই রাস্তা সারানোর জন্য পুরমন্ত্রীর কাছে আবেদন করেন মিমি চক্রবর্তী। যা শুনে উল্টে আগে সাংসদ তহবিলের টাকা দিতে বলেন মেয়র।