Firhad Hakim: 'সরকারের মদতে বিশৃঙ্খলা চলছে ত্রিপুরায়', দাবি ফিরহাদের

হলদিয়ায় সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফিরহাদ। সোমবার জলপ্রকল্পের অনুষ্ঠানে সেখানে যান তিনি। সেখানেগিয়েই ত্রিপুরার ঘটনার তীব্র নিন্দা করলেন ফিরহাদ। সংবিধানের অবমাননা হয়েছে বলে দাবি ফিরহাদের।

/ Updated: Nov 23 2021, 12:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুরভোটের আগে উতপ্ত ত্রিপুরা। সেখানে গ্রেফতার করা হয় সায়নী ঘোষকে। এই ঘটনার তীব্র নিন্দা করতে শোনা গিয়েছে সকলকে। এই ঘটনার প্রতিবাদে রাস্তায়ও নামেন তৃণমূল কর্মী সমর্থকরা। খোদ মুখ্যমন্ত্রীও এই ঘটনার তীব্র নিন্দা করেন। এই নিয়ে বারবার কেন্দ্র সরকারকে বিঁধতেও শোনা যায়। এই নিয়েই সরব হয়েছেন ফিরহাদ হাকিমও। হলদিয়ায় সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। সোমবার জলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেগিয়েই ত্রিপুরার ঘটনার তীব্র নিন্দা করলেন ফিরহাদ হাকিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ত্রিপুরার ঘটনার নিন্দা করেন। সংবিধানের অবমাননা হয়েছে এমনকি সুপ্রিম কোর্টের অবমাননা হচ্ছে বলেও দাবি ফিরহাদের। 'সরকারের মদতে বিশৃঙ্খলা এবং ঝামেলা চলছে ত্রিপুরায়', এমনটাই বলতে শোনা গেল ফিরহাদ হাকিমকে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান ফিরহাদ। সেই সঙ্গেই রাজ্যপালকে বিঁধতে ছাড়েননি তিনি।