ফেক অ্যাকাউন্ট বানিয়ে কুরুচিকর ছবি পোস্ট, রাজারহাট থেকে গ্রেফতার এক মহিলা

  • আইনজীবীর মেয়ের নামে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট 
  • সেই অ্যাকাউন্ট থেকেই আপত্তিকর ছবি পোস্ট ও কুরুচিকর মন্তব্য 
  • গ্রেফতার হল এক মহিলা
  • একনজরে দেখেনিন সেই ভিডিও
/ Updated: Aug 28 2020, 04:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোশ্যাল মিডিয়ায় ফেক একাউন্ট খুলে আপত্তিকর ছবি পোস্ট করা ও কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার এক মহিলা। লেকটাউনের বাসিন্দা এক আইনজীবীর মেয়ের সঙ্গে ঘটেছে এমন ঘটনা। অভিযুক্ত মহিলার নাম পায়েল সারাফ। বৃহস্পতিবার রাতে রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করাহয় ওই মহিলাকে। গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালের এপ্রিল মাসে বিধান নগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে উঠে আসে একটি ডিভোর্স এর মামলা নিয়ে এই আইনজীবীর সাঙ্গে যোগাযোগ হয় অভিযুক্ত মহিলার।পরবর্তী কালে আইনজীবী জানতে পারেন এই মহিলা তিনটি বিয়ে করেছে। তিন নম্বর বিয়ের ডিভোর্স এর মামলা নিয়ে তার কাছে হাজির হয়েছিলেন ওই মহিলা। এর পর আইনজীবী বুঝতে পারেন যে এই মহিলা বিভিন্ন লোকেকে বিয়ে করে মোটা টাকা নেওয়ার জন্য। সব সত্যি জানতে পেরে আইনজীবী কেসটি না নেওয়ায় তাঁর সঙ্গে এমনটা করেছেন বলে জানা যাচ্ছে। আপতত এই মহিলা পুলিশি হেফাজতেই এবং শুক্রবার তাঁকে বিধান নগর কোর্টেও তোলা হয়।