মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ, থাকবে গরম, বাড়বে অস্বস্তি, জানাল আবহাওয়া দফতর

  • থাকবে গরম বাড়বে অস্বস্তি, জানাল আবহাওয়া দফতর 
  • এই সিজনের সর্বোচ্চ তাপমাত্রা আজ
  • রেকর্ড তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি
  • এখনই মিলবে না স্বস্তি
/ Updated: Jun 14 2019, 07:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি বেশি। গরম ও আদ্রতা জনিত অস্বস্থি বজায় থাকবে আজ ও কাল, জানাল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

তবে আগামী ৩ দিন ধরে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আসাম ও বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্তের অবস্থানের জেরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে মৌসুমী বায়ু পুরোপুরিভাবে না হলেও খানিকটা সক্রিয় হয়েছে। উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু পুরোপুরিভাবে সক্রিয় হলে তবেই বোঝা যাবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে। আজ কলকাতাতে এবছরের সবথেকে বেশি তাপমাত্রা রয়েছে। সেইসঙ্গে ওআরও জানানো হয়েছে যে উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি বেশি থাকবে।