Asianet News BanglaAsianet News Bangla

মহানগরের রাজপথে ফের বৃষ্টির জমা জলে ডুবল বাস

পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি। আবারও সেই বৃষ্টিতে ভাসল কলকাতা। টানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতার একাধিক জায়গা। মহানগরের রাজপথে ফের জলে ডুবল বাস। পাতিপুকুর আন্ডারপাসে আবারও একই ঘটনা। তড়িঘড়ি বাস থেকে নেমে রক্ষা পেলেন যাত্রীরা।
 

Aug 5, 2021, 10:06 AM IST

পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি। আবারও সেই বৃষ্টিতে ভাসল কলকাতা। টানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতার একাধিক জায়গা। মহানগরের রাজপথে ফের জলে ডুবল বাস। পাতিপুকুর আন্ডারপাসে আবারও একই ঘটনা। তড়িঘড়ি বাস থেকে নেমে রক্ষা পেলেন যাত্রীরা।