লেক কালীবাড়িতে মহা সমারোহে চলছে পুজোপাঠ, দেখুন ভিডিও

  • দক্ষিণ কলকাতার অন্যতম পুরনো কালী মন্দির লেক কালীবাড়ি
  • রবিবার সকালে মঙ্গলারতির পর পুজো শুরু হয় এই মন্দিরে
  • ভক্তদের ভিড়ও ছিল যথেষ্ট
  • রাতে ফের পুজো হবে লেক কালীবাড়িতে
/ Updated: Oct 27 2019, 05:46 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শহরের আনাচে  কানাচে কালীমন্দিরের তো অভাব নেই। রবিবার, কালীপুজোর দিন সকালে, সমস্ত মন্দিরেই ভক্তদের ভিড়। ব্যতিক্রম নয় দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িও। এদিন সকালে নিয়মাফিক দেবীর মঙ্গলারতির পর পুজো হয়। ভক্তদের ভিড়ও ছিল যথেষ্ট।  রাতে তন্ত্রমতে লেক কালীবাড়িতে পুজো হবে। দক্ষিণ কলকাতার অন্যতম পুরানো মন্দির এই লেক কালীবাড়ি। এই মন্দির প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। এই মন্দিরে দেবী দক্ষিণাকালীই পুজিতা হন। প্রথমে মাটির মূর্তিতেই পুজো শুরু হয়েছিল। এখন অবশ্য মূর্তিটি পাথরের।  প্রতিবছর লেক কালীবাড়িতে পুরনো ঘট বিসর্জন দিয়ে নতুন ঘট প্রতিষ্ঠা করা হয়। লেক কালীবাড়ির পুজোর যা অন্যতম বৈশিষ্ট্যও বটে।