এসএফআই কর্মীদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র করুণাময়ী
সল্টলেক-এ এসএফআই কর্মীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। স্কুল খোলার দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশনে যাওয়ার কথা ছিল। করুণাময়ীতে পুলিশ তাদের আটকে দেয় বলে অভিযোগ। রাস্তায় বসে পড়ে সেখানে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তাঁদের সরাতে গেলে সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
সল্টলেকের করুণাময়ীতে এসএফআই কর্মীদের আটক করা হলো।আটক করতে গিয়ে পুলিসের সাথে ব্যাপক ধস্তাধস্তি।স্কুল খোলার দাবিতে বিকাশ ভবনে ডেপুটেশনে যাওয়ার কথা ছিল।কিন্তু করুনাময়ীতে পুলিশ তাদের আটকে দেয়।রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।এর পর পুলিশ তাদের আটক করতে গেলে ব্যাপক ধস্তাধস্তি হয়। সোমবার স্কুল কলেজ খোলার দাবিতে এসএফআই এর তরফ থেকে বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়ার কথা ছিল।সেই মত তারা করুনাময়ীতে জমায়েত হয়।মিছিল করে যেতে শুরু করলে পুলিশ তাদের আটকে দেয়।সেই সময় আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।এর পর আরো পুলিশ এসে তাদের সরিয়ে দিতে গেলে পুলিসের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়।তখন পুলিশ তাদের আটক করে। এসএফআই রাজ্য সেক্রেটারি সৃজন ভট্টাচার্য জানান, 'স্কুল কলেজ দু বছর ধরে বন্ধ।শপিং মল সিনেমা হল বার রেস্টুরেন্ট সব মহচ্চপ চলছে স্কুল কলেজ বন্ধ করে রেখেছে।ছেলেমেয়েদের লেখা পড়ার সর্বনাশ হচ্ছে।বিজেপি থেকে যেগুলো ড্রপ আউট হয়েছে তাদের ফেরানোর জন্য শাসক দলের মাথা ব্যাথা।আর ছেলে মেয়েরা যারা ড্রপ আউট হয়ে গেছে তাদের জন্য কোনো মাথাব্যথা নেই।আমরা পানশালার সরকার চাইনা আমরা পাঠশালার সরকার চাই। আমরা সরকারের শিক্ষা ব্যবস্থার খুলে পড়া মেরুদন্ড টা ভেঙে যাওয়া মেরুদন্ড উপহার দিতে এসেছিলাম।'