বেজে গেল পুজোর বাদ্যি, জন্মষ্টমীর পুণ্য তিথিতে খুঁটি পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে

বেজে গেল পুজোর বাদ্যি, খুঁটি পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। করোনা আবহের মাঝেই জন্মষ্টমীর পুণ্য তিথিতে খুঁটি পুজো। করোনার জেরে এবার সেখানে বাজেট কম। ৮৬ তম বর্ষে পা দিতে চলেছে এবার সেখানকার পুজো। রাজস্থানের জয়পুরের লক্ষ্মী-নারায়ণ মন্দির এবারের থিম। করোনা বিধি মেনেই এবার তবে সেখানে পুজো হবে।

 
 

/ Updated: Aug 30 2021, 06:49 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বেজে গেল পুজোর বাদ্যি, খুঁটি পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। করোনা আবহের মাঝেই জন্মষ্টমীর পুণ্য তিথিতে খুঁটি পুজো। করোনার জেরে এবার সেখানে বাজেট কম। ৮৬ তম বর্ষে পা দিতে চলেছে এবার সেখানকার পুজো। রাজস্থানের জয়পুরের লক্ষ্মী-নারায়ণ মন্দির এবারের থিম। করোনা বিধি মেনেই এবার তবে সেখানে পুজো হবে।