Asianet News BanglaAsianet News Bangla

৫৮তম বর্ষে বেহালা ফ্রেন্ডস, অভিনেত্রীর উপস্থিতিতে খুঁটিপুজো সারল পুজোকমিটি

Jul 14, 2019, 5:35 PM IST

রবিবার খুঁটিপুজো সারলেন বেহালার ফ্রেন্ডস ক্লাব। হাতে মাত্র ৮২টা দিন। ফলেই বাকিদের সঙ্গে তাল মিলিয়েই খুঁটিপুজো সারলেন ফ্রেন্ডস ক্লাব। প্রতিবারই নজর কাড়া থিমের আয়োজন করে থাকেন এই পুজোর সদস্যরা। এবারেরও তার ব্যতিক্রম হবে না। খুঁটিপুজোয় এমনটাই জানালেন বেহালা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি। 

খুঁটিপুজো ৫৪ তম বর্ষে এসে দর্শণার্থীদের জন্য রাখছেন বিষেশ চমক। এদিন খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী এনা সাহা ও দক্ষিণ ২৪ পরগনার আইএনটিটিইউসি-র সভাপতি। চলতি সপ্তাহেই শুরু হবে প্রস্তুতি। তবে বেহালা ফ্রেন্ডস এর ঝুলিতে এবছর কোন চমক রয়েছে সে রহস্য ভেদ করলেন না পুজো কমিটির সদস্যরা।