KMC election 2021: কড়া নিরাপত্তায় কলকাতায় পুরভোট

কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু পুরভোট। সবার নজর কলকাতার পুরভোটের দিকে। রবিবার সকাল থেকেই কলকাতায় শুরু পুরভোট। ভোট ঘিরে কলকাতার একাধিক জায়গায় অশান্তির খবর উঠে আসে। তবে বেশ কিছু জায়গায় সুষ্ঠ ভাবেই হচ্ছে ভোট। 

/ Updated: Dec 19 2021, 10:47 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু পুরভোট। সবার নজর কলকাতার পুরভোটের দিকে। রবিবার সকাল থেকেই কলকাতায় শুরু পুরভোট। ভোট ঘিরে কলকাতার একাধিক জায়গায় অশান্তির খবর উঠে আসে। তবে বেশ কিছু জায়গায় সুষ্ঠ ভাবেই হচ্ছে ভোট। বেহালা পূর্ব বিধানসভার ১১৬ ওয়ার্ডে চলছে ভোট। সেখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভোট। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই শুরু কলকাতা পুরভোট। কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু পুরভোট। মোট ১৪৪ টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। মোতায়েন রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ। চলছে স্পেশাল কুইক রেসপন্স টিমের নজরদারি। তার মধ্যেই বেশ কিছু জায়গায় অশান্তির ছবি উঠে আসে। বেশ কিছু জায়গায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে। কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে অশান্তি। বিজেপি প্রার্থী মীনাদেবীর পুরোহিতের পোশাক ছেঁড়ার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি-র। অন্যদিকে বাগবাজারে নির্দল প্রার্থীর বুথে নিজে এজেন্ট হয়ে বসার অভিযোগ। নির্দল প্রার্থীর বুথে বসাকে কেন্দ্র করে উত্তেজনা। বাগবাজারের পশুপতি বোস লেনে দেখা গেল এমনই ছবি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে পুলিশের বচসা বেধে যায়।