KMC Election 2021: রাত পোহালেই পুরভোট, কলকাতায় চলছে নাকা চেকিং থেকে রুট মার্চ

রাত পোহালেই কলকাতায় ভোট। তার আগে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে কলকাতার প্রবেশদ্বার গুলিতে চলছে নাকা চেকিং। ঢালাই ব্রীজ ও গড়িয়া শীতলা মন্দির এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রতিটি গাড়ি ও বাইক চেকিং করছে পুলিশ। 

/ Updated: Dec 18 2021, 11:54 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাত পোহালেই কলকাতায় ভোট। তার আগে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে কলকাতার প্রবেশদ্বার গুলিতে চলছে নাকা চেকিং। ঢালাই ব্রীজ ও গড়িয়া শীতলা মন্দির এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রতিটি গাড়ি ও বাইক চেকিং করছে পুলিশ। সারারাত ধরেই কলকাতা পুলিশের সাথেও যৌথভাবে এইসব এলাকায় নাকা চেকিং চালানো হয় বলে বারুইপুর পুলিশ জেলা সুত্রে জানা গিয়েছে। মাঝে আর মাত্র একটি দিন। রবিবার অর্থাৎ ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। এই নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠ অবাধ ও শান্তিপূর্ণভাবে রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই মহামান্য হাইকোর্টের নির্দেশ ক্রমে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সেই ভাবেই এ দিন বিকালে প্রচার পর্ব শেষ হওয়ার পরপরই কলকাতা পুলিশের র‍্যাফ এর জওয়ানরা শহরে কলকাতার বিভিন্ন প্রান্তে রুটমার্চ শুরু করে দিল। সেন্ট্রাল ফোর্স এর ডেপ্লয় করার জন্য বিরোধীদের দাবি  ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট  তা নাকচ করে দিলেও, বিরোধীরা ফের সেন্ট্রাল ফোর্স এর দাবিতে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে। সেন্ট্রাল ফোর্স কলকাতা পৌরসভা নির্বাচনে ডেপ্লয় করা হবে কিনা শেষ পর্যন্ত তা মহামান্য হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে। তবে ইতিমধ্যেই কলকাতা পুলিশের র‍্যাফ এর ফোর্স এর রুট মার্চ এর মাধ্যমে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যৌথভাবে শহর কলকাতার পুরভোট কে সুষ্ঠ ও অবাধ করার লক্ষ্যে সমস্ত রকম পদক্ষেপ চূড়ান্ত করে ফেলেছে। তারই অংশ হিসেবে এ দিন প্রচার এর শেষ লগ্নে কলকাতা পুলিশের র‍্যাফ ফোর্স এর রোডমার্চ নজর কাড়লো শহরবাসীর।