KMC Election 2021: ভোটের মাঝেই বোমাবাজি খান্নায়, ছড়াল আতঙ্ক
কলকাতার মোট ১৪৪ টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। কলকাতায় পুরভোট ঘিরে চরম উত্তেজনা। ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার পরই একাধিক জায়গা থেকে অশান্তির খবর উঠে এসেছে। এবার বোমাবাজির ঘটনা ঘটল বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে।
কলকাতার মোট ১৪৪ টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। কলকাতায় পুরভোট ঘিরে চরম উত্তেজনা। ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার পরই একাধিক জায়গা থেকে অশান্তির খবর উঠে এসেছে। এবার বোমাবাজির ঘটনা ঘটল বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে। পরপর দুটি বোমা ছোড়া হয় সেখানে। বোমার দাগও দেখা গেল রাস্তার উপরেই। এই ঘটনায় বাম, কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন সেখানকার তৃণমূল প্রার্থী শচীন সিং। পাল্টা সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষের দাবি, বোমাবাজির রাজনীতিতে বিশ্বাসী নই আমরা। এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে পুলিশকে যেতে নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন।