Asianet News BanglaAsianet News Bangla

বৃষ্টির জলে ভাসছে মহানগর, জল নামাতে দীর্ঘক্ষণ খোলা থাকল লকগেট

  • রাতভর টানা বৃষ্টিতে জল জমেছে কলকাতার একাধিক জায়গায়
  • জমা জল নামাতে ইতিমধ্যেই খোলা হয়েছে বেশ কয়েকটি লকগেট 
  • মিলেনিয়াম পার্কের কাছে খোলা হয় লকগেট 
  • সকালে ৮টা নাগাদ খোলা হয় লকগেট
     
Jun 17, 2021, 2:39 PM IST

রাতভর টানা বৃষ্টিতে জল জমেছে কলকাতার একাধিক জায়গায়। জমা জল নামাতে ইতিমধ্যেই খোলা হয়েছে বেশ কয়েকটি লকগেট। মিলেনিয়াম পার্কের কাছে খোলা হয়েছে লকগেট। সকালে ৮টা নাগাদ খোলা হয় লকগেট, এমনটাই জানালেন পুরো প্রশাসকমন্ডলীর সদস্য তারক সিং। দুপুর ১টা পর্যন্ত খোলা থাকার কথাও তিনি জানান। এরপরে বৃষ্টি হলে আবার জল জমার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানালেন।

Video Top Stories