ইচ্ছেপূরণ করতে এই বছর চলে আসুন কুমোরটুলি সর্বজনীনে

  • কয়েকদিন পরেই উমা সপরিবারে হাজির হবেন মর্ত্যে
  • কলকাতার পুজো-কে ঘিরে উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে
  • প্রতি বছরের মতো এবছরেও থাকছে কুমোরটুলি সর্বজনীন-এর নতুন চমক
  • কুমোরটুলি সর্বজনীনে দেবী দুর্গা সেজে উঠছেন কল্পতরু রূপে
/ Updated: Sep 23 2019, 05:37 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দ্বেষ-বিদ্বেষ, হিংসার জগতে মনের কথা বলার জন্য এবং মনের ইচ্ছের আর্জি জানানোর জন্য কুমোরটুলি সর্বজনীনে দেবী দুর্গা সেজে উঠছেন কল্পতরু রূপে। এবারের থিম হল 'মা কে বলো'। কলকাতার শিল্পী বাপ্পা হালদার এবং সুদূর নৈহাটি'র শিল্পী মনোজ বারুই এর হাতের জাদুতে কল্পবৃক্ষরুপিণী মা দুর্গা জীবন্ত হয়ে উঠছেন। ক্লাব সেক্রেটারি দেবাশিস ভট্টাচার্য মহাশয়ের কথা অনুযায়ী এবার পঁয়তাল্লিশ লাখ টাকার বাজেট আছে এবং পুরো দমে কাজ চলছে। এবং তিনি আশাবাদী যে আগের বছরের মতো এ বছরেও দর্শকদের ভিড় আছড়ে পড়বে।