রাজ্য বিধানসভায় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে-কে শেষ শ্রদ্ধা
প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে-কে শেষ শ্রদ্ধা। রাজ্য বিধানসভায় শেষ শ্রদ্ধা জানান হয় তাঁকে। শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক ও মন্ত্রী শ্রদ্ধা জানান। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।
প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডেকে শেষ শ্রদ্ধা জানানো হল রাজ্য বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বিধায়ক, মন্ত্রী এবং সাংসদরা শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁকে। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। প্রয়াত মন্ত্রীর পাশে সব সময় ছিলেন তাঁর কন্যা শ্রেয়া পাণ্ডে। ছিলেন সাধন পাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যাঁরা কাজ করেছেন সেইসব মানুষজন। এদিন সবাই তাঁকে শেষ শ্রদ্ধা জানান। রবিবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। রবিবার রাতে মুম্বাই থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় প্রয়াত সাধন পাণ্ডের মরদেহ। রাতে রাখা হয় পিস ওয়ার্ল্ডে। সকালে কাঁকুড়গাছির বাড়িতে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। প্রায় ১০ বছর আগে কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। গত বছর জুলাই মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে কলকাতায় এবং পরে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর।