নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের পথে নামলেন মমতা, মিমি-নুসরতকে সঙ্গে নিয়ে করলেন পদযাত্রা

নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবারের পর মঙ্গলবারও পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যে নাগরিকত্ব আইন কোনওভাবেই কার্যকর হবে না বলে ফের একবার কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা। এদিন যাদবপুরের এইটবি  বাসস্যান্ড থেকে   ভবানীপুরের যদুবাবুর বাজার পর্যন্ত  পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ও বসিরহাটের সাংসদ নুসরত সহ টলিউডের একাধিক নক্ষত্র। 

/ Updated: Dec 17 2019, 03:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মঙ্গলবারও ফের পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  যাদবপুর থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার পর্যন্ত মিছিলে হাঁটলেন তিনি। যাদবপুরে মিছিল শুরু আগে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের মোদী সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বলেন,  'বিজেপি ভাবছে, দেশ দখল করে নিয়েছে। সংবিধান মেনে নাগরিকত্ব আইন করা হয়নি। সংসদে যে বিল পেশ করা হবে, তা আগে থেকে জানানো হয়। ফলে অধিবেশন অনেক সাংসদ পৌঁছতে পারেননি।' মুখ্যমন্ত্রী ফের হুঁশিয়ারি দেন, 'নাগরিকত্ব আইন করে দেশ বিভাজন ও বাংলা ভাগের চক্রান্ত মেনে নেওয়া হবে না। কাউকে বাংলার ছেড়ে যেতে হবে না।' স্রেফ মুখের কথাই নয়, ধর্মতলার রোড রোড-এর মতোই যাদবপুরেও মিছিল শুরু আগে উপস্থিত সকলকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শথপবাক্যও পাঠ করিয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নাগরকিত্ব আইনে বিরোধী মিছিলে শামিল হন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুসরত জাহান, বিধায়ক দীপেন্দু বিশ্বাস, অভিনতা সোহম-সহ আরও অনেকে। মিছিল শেষে ভবানীপুরের যদুবাবুর বাজারে ফের জনসভা হয়।