রাজ্যপালকে টুইটারে ব্লক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যপাল জগদীপ ধনখড়কে এবার সরাসরি ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি রাজ্যপালকে ব্লক করে দিয়েছেন বলে সোমবার জানিয়েছেন তিনি। রাজ্যপাল-এর আচরণ তাঁকে প্রবলভাবে বিরক্ত করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

/ Updated: Jan 31 2022, 08:20 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যপাল জগদীপ ধনখড়কে এবার সরাসরি ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি রাজ্যপালকে ব্লক করে দিয়েছেন বলে সোমবার জানিয়েছেন তিনি। রাজ্যপাল-এর আচরণ তাঁকে প্রবলভাবে বিরক্ত করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিনের পর দিন তাঁকে এবং তাঁর সরকার রাজ্যপাল নানাভাবে হেনস্থা করছেন বলেও এদিন কার্যত অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যখন তখন তিনি সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলাদের রাজভবনে ডেকে পাঠাচ্ছেন এবং ধমকাচ্ছেন। একজন রাজ্যপালের এটা কাজ নয় বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল পদটি একটি সাংবাধিনক পদ হলেও তিনি যেভাবে কাজ করছেন তাতে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধির মতো তাঁকে দেখাচ্ছে বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যপাল এক মনোনিত ব্যক্তি আর রাজ্য সরকার জনগণ দ্বারা নির্বাচিত বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ, জনগণের দ্বারা নির্বাচিত সরকারের মাথায় তিনি চেপে পড়ার চেষ্টা করছেন, এভাবে রাজ্যপাল কাজ করতে পারেন না। এমন মন্তব্যও করেছেন মমতা। ইতিমধ্যেই বর্তমান রাজ্যপালকে অপসারণের জন্য ৪বার চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। কিন্তু, সেই চিঠির কোনও উত্তর তো আসেইনি এবং কার্যক্ষেত্রে সেই চিঠিতে যে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে তাও প্রতিফলিত হয়নি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বামেরা রাজ্যপাল ধর্মবীরকে তাঁর অনৈতিক কাজের জন্য অপসারিত করিয়েছিলেন বলেও জানান মমতা। তাহলে সেক্ষেত্রে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পরামর্শ রাজ্যপাল নিয়োগে মানা কেন হবে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।

Read more Articles on