মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা

  • বৃহস্পতিবার দ্বিতীয় বারের জন্য় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী।
  • সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও।
     
/ Updated: May 28 2019, 10:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার দ্বিতীয় বারের জন্য় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও।

নবান্নে আজ মুখ্য়মন্ত্রী জানিয়ে দিলেন, তিনি এই শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারেন। মমতা জানিয়েছেন, আরও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি এ ব্যাপারে কথা বলেছেন। সবাই মিলে  ঠিক করেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

সাংবিধানিক সৌজন্যের খাতিরেই তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এটি একটি সাংবিধানিক অনুষ্ঠান বলেই তিনি যাওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন। 

প্রসঙ্গত, শপথ নেবেন বলে রবিবার দুপুরে নরেন্দ্র মোদী দিল্লি থেকে আহমেদাবাদে পৌঁছন। সেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে তিনি শ্রদ্ধা অর্পণ করেন। সেখান থেকে যান গান্ধীনগরে মা-এর বাড়িতে আশীর্বাদ নিতে। 

Read More