ঝুঁকির যাত্রায় 'ভগবানের হাত', অল্পের জন্য রক্ষে যাত্রীর

হাওড়া স্টেশনে অল্পের জন্য রক্ষা পেল যাত্রী। ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে সোজা ট্রেন আর প্লাটফর্মের মাঝে ঢুকে গেল পা। কোনওক্রমে তাঁকে তাঁকে উদ্ধার করল স্টেশনের এক রেল কর্মী। দ্রুত তাঁকে টেনে বের করেন তিনি। বরাত জোর বঁচে যান বছর সাইত্রিশের ওই ব্য়ক্তি। শনিবার সাকাল ৯টা নাগাদ হাওড়ার তিন নম্বর প্লাটফর্মে ঘটে এই ঘটনা।
 

/ Updated: Nov 02 2019, 03:49 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হাওড়া স্টেশনে অল্পের জন্য রক্ষা পেল যাত্রী। ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে সোজা ট্রেন আর প্লাটফর্মের মাঝে ঢুকে গেল পা। কোনওক্রমে তাঁকে উদ্ধার করল স্টেশনের এক রেল কর্মী। দ্রুত তাঁকে টেনে বের করেন তিনি। বরাত জোর বঁচে যান বছর সাইত্রিশের ওই ব্য়ক্তি। শনিবার সকাল ৯টা নাগাদ হাওড়ার তিন নম্বর প্লাটফর্মে ঘটে এই ঘটনা। পরে প্রাথমিক চিকিৎসা না করিয়েই শেওড়াফুলি লোকাল ধরেন ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান প্লাটফর্মে উপস্থিত সকলে। পরে জানা যায়, যে ট্রেনে ওই ব্যক্তি ওঠার চেষ্টা করছিলেন তা কারশেডের দিকে যাচ্ছিল।