বিজেপি-র নিশানায় অভিজিৎ, পাল্টা সমালোচনায় মহম্মদ সেলিম, দেখুন ভিডিও
- অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি-র মন্ত্রীরা
- পাল্টা সমালোচনা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার জন্য বিজেপি এবং আরএসএসের সমালোচনায় সরব হলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। নোবেলজয়ী অর্থনীতিবিদের ভাবনাচিন্তা বামপন্থীদের মতো বলে মন্তব্য করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, নোবলজয়ী অর্থনীতিবিদের ভাবনাচিন্তা গ্রহণ করেনি দেশ। এ দিন পীযূষ গোয়েল- সহ বিজেপি নেতৃত্বের সমালোচনা করে সেলিম বলেন, 'গরিব মানুষের হাতে সরকার কীভাবে অর্থ পৌঁছে দিতে পারে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গবেষণালব্ধ সেই ফল ওঁরা গ্রহণ করবেন না। কারণ ওঁদের সরকারটাই অম্বানী, আদানিদের জন্য। ওঁরা মনে করেন পুঁজিপতিদের সেবায় সরকার কাজ করবে আর পুঁজিপতিরাও সরকারের সেবা করবে।'
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন পোস্টে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা সরানো হচ্ছে। তারও সমালোচনা করে সিপিএম নেতা বলেন, 'এগুলো আরএসএস-এর বুদ্ধি, বোধ এবং স্বাধীনচিন্তা বিরোধী প্রতিক্রিয়া।'