সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্তের দেহ আনা হল পিস ওয়ার্ল্ডে, দেখুন ভিডিও

  • প্রয়াত বর্ষীয়ান সিপিআই নেতা ও প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত
  • বৃহস্পতিবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
  • দুপুরে মরদেহ আনা হয় পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে
  • বৃহস্পতিবার মরদেহ রাখা থাকবে সেখানে
/ Updated: Oct 31 2019, 02:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্র ও কিডনির সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান সিপিআই নেতা ও প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চেতলার বাড়ি হয়ে দুপুরে তাঁর মরদেহ আনা হয় পার্ক সার্কাসে পিস ওয়ার্ল্ডে। বৃহস্পতিবার প্রয়াত নেতার মরদেহ থাকবে পিস ওয়ার্ল্ডে। জানা গিয়েছে, অন্য বাম নেতাদের মতো মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে যাননি গুরুদাস দাশগুপ্ত। তাই তাঁর দেহ দান করা হবে নাকি রীতিমাফিক দাহ করা হবে, তা নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সিপিআই নেতৃত্ব।  শুক্রবারই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। তবে প্রয়াত নেতার মেয়ে তাঁর মরদেহ দাহ করতেই চান বলে খবর।