Asianet News BanglaAsianet News Bangla

মৌনি রায় 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩'-র মঞ্চে, দেখুন কি বলছেন মৌনি

'নাগিন' খ্যাত অভিনেত্রীর মায়ায় আগে থেকেই মন্ত্র মুগ্ধ ছিলেন দর্শক মহল, এবার বাংলায় ফিরলেন বাঙলার মেয়ে মৌনি রায়,  মৌনি রায় এলেন 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩'-র মঞ্চে ,নাচলেন টলিউড সুপারস্টার দেবের হাত ধরে, দেখুন কি বলছেন অভিনেত্রী
 

Sep 18, 2022, 1:38 PM IST

'নাগিন' খ্যাত অভিনেত্রীর মায়ায় আগে থেকেই মন্ত্র মুগ্ধ ছিলেন দর্শক মহল | একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী | এবার বাংলায় ফিরলেন বাঙলার মেয়ে মৌনি রায় | টলিউড সুপারস্টার দেবের হাত ধরে নেচেও উঠলেন তিনি | স্টার জলসার 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩'-র মঞ্চে বিশেষ অতিথি মৌনী রায় | এই রিয়ালিটি শো-তে পারফরম্যান্সও করতে দেখা গিয়েছে তাঁকে | দেখে নিন কি বলছেন অভিনেত্রী মৌনি রায় |