কাটমানি কাণ্ডে গান বাধলেন নচিকেতা, পালটি নাকি বিরোধিতা, শুনুন সেই গান
- কয়েক দশক ধরেই সামাজিক বিদ্রুপই তাঁর অস্ত্র
- এবারও নিয়ম বদলালো না
- কাটমানি কাণ্ডে গান বাধলেন নচিকেতা
নানা সামাজিক বিষয় নিয়ে মুখ খোলা নচিকেতা চক্রবর্তীর দীর্ঘকালের অভ্যাস। সেই অভ্যাস এই অনড় রইলেন বাঙালি প্রিয় শিল্পী। একুশের মঞ্চে দেখা গিয়েছিল তাকে বারবার দলের ট্যাগ সরিয়ে রেখে কাট মানে নিয়ে মুখ খুললেন নচিকেতা। সুর-ছন্দ-লয়ে গান বাঁধলেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে তাহলে কি এবার পালটি? কাটমানি নিয়ে মুখ খোলার পর থেকেই যেন ঝড় বয়ে গিয়েছে। কখনও চলছে বিধায়ককে আক্রমণ, কখনও টাকা ফেরত চাওয়া। আর্থিক দুর্নীতি চলবে না স্পষ্ট বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।