Volvo bus service: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, দক্ষিণবঙ্গে চালু দূরপাল্লার ভলভো পরিষেবা

ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য শীতের মরশুমে সুখবর। দূরপাল্লার যাত্রী ও পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ পরিষেবা। কলকাতা থেকে চালু হল দূরপাল্লার ভলভো বাস। পাঁচটি ভলভো বাস পরিষেবা চালু হল এদিন। 

/ Updated: Nov 25 2021, 12:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভ্রমণ পিপাসু বাঙালিদের জন্য শীতের মরশুমে সুখবর। দূরপাল্লার যাত্রী ও পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ পরিষেবা। কলকাতা থেকে চালু হল দূরপাল্লার ভলভো বাস। পাঁচটি ভলভো বাস পরিষেবা চালু হল এদিন। বুধবার কসবার পরিবহণ ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। সবার উপস্থিতিতে শুরু হল এই নতুন পরিষেবা। এতে অনেক মানুষের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম বুধবার ফরাক্কা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ পাঁচটি দূরপাল্লার ভলভো বাস পরিষেবা চালু করল। সর্বনীম্ন বাসের ভাড়া থাকছে পঞ্চাশ টাকা। পাঁচটি নতুন ভলভো বাস বুধবার এল। শীতের মরশুমের আগে এটা পর্যটন শিল্পে খুব সাহায্য করবে বলেই জানালেন ফইরহাদ হাকিম। এদিন উদ্বোধনের পর এমনটাই জানালেন ফিরহাদ।