New Year 2022: কল্পতরু উৎসবেও বন্ধ দক্ষিণেশ্বর মন্দির, বাইরে থেকেই ফিরলেন দর্শনার্থীরা

গত বছরের পর এবছর করোনার জেরে বছরের প্রথম দিনেও বন্ধ থাকল দক্ষিণেশ্বর মন্দির। কল্পতরু উৎসবের দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। দেশ তথা রাজ্যে এই উৎসবের মরশুমে ক্রমেই বাড়ছে করোনা প্রকোপ, তার জেরেই বন্ধ থাকল মন্দির। 

/ Updated: Jan 01 2022, 04:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত বছরের পর এবছর করোনার জেরে বছরের প্রথম দিনেও বন্ধ থাকল দক্ষিণেশ্বর মন্দির। কল্পতরু উৎসবের দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। দেশ তথা রাজ্যে এই উৎসবের মরশুমে ক্রমেই বাড়ছে করোনা প্রকোপ। উত্তর ২৪ পরগনাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তাই বেলুড় মঠ-এর মতো দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। সেই মতো শনিবার সকাল থেকেই মন্দিরের মূল ফটক বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের নেওয়া এই সিদ্ধান্ত বেশ কিছুদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। কিন্তু তা সত্বেও এদিন ভোর থেকেই নতুন বছরে মায়ের দর্শন করে বছর শুরু করার জন্য প্রচুর পুণ্যার্থী  দক্ষিণেশ্বর মন্দিরের সামনে ভিড় জমান। কিন্তু তাদের গেট পর্যন্ত এসে মায়ের দর্শন না করেই ফিরে যেতে হয়। তবে দক্ষিণেশ্বর মন্দিরে কাউকে প্রবেশ করতে না দেওয়া হলেও মন্দিরের ভেতরে মা-এর পুজো হয় প্রতিবারের মতোই।