Asianet News BanglaAsianet News Bangla

বছরের প্রথম দিনে কালীঘাট থেকে দক্ষিণেশ্বরে ভক্তদের ভিড়

  • বছরের প্রথমদিনে অনেকেই মন্দিরে ভিড় জমান
  • এবারও তার অন্যথা হল না
  • কালীঘাট মন্দিরে উপচে পড়া ভিড়
  • অন্যদিকে একই ছবি দেখা গেল দক্ষিণেশ্বরেও 
  • সেখানেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত
Apr 15, 2021, 7:24 PM IST

বাঙালিদের নতুন বছর মানেই পয়লা বৈশাখ। বাংলা বছরের শুরুতেই অনেকেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকেন, সারা বছর ভালো কাটানোর আকাঙ্খা নিয়ে। এবারও পয়লা বৈশাখে তার অন্যথা হল না। কালীঘাট মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেল। সামাজিক দূরত্ব সিকেয় তুলে চলল পুজো। অধিকাংশ মানুষের মুখেই তবে দেখা গেল মাস্ক। তবে মাস্ক না দিয়েও পুজো সারলেন অনেকেই। অন্যদিকে একই ছবি দেখা গেল দক্ষিণেশ্বরেও। সেখানেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত।