আলুপোস্তের টানে কলকাতায়, জানালেন আউট অফ লাভ-এর রসিকা

  • বিহারের জামশেদপুরের মেয়ে রসিকা দুগল
  • বাঙালি খাবার  খুব পছন্দ করেন রসিকা  
  • সেই টানেই তিনি বারবার কলকাতা এসেছেন
  • তার সবচেয়ে পছন্দের খাবার হল আলুপোস্ত 
/ Updated: Nov 24 2019, 06:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সম্প্রতি রসিকা দুগল এবং পূরব কোহলির নতুন ওয়েব সিরিজ আউট অফ লাভ এর ট্রেলার মুক্তি পেয়েছে। আর তাই তাদের নতুন ওয়েব সিরিজের সম্প্রচারে  কলকাতায় এসেছেন।  আউট অফ লাভ নিয়ে কথা বলতে গিয়ে  রসিকা  জানালেন, কলকাতা যে তাঁর প্রিয় জায়গা। আর বাঙালি খাবার  তাঁর অন্য়তম পছন্দ। বিহারের জামশেদপুরের মেয়ে রসিকা দুগল। তাই কর্মসূত্রে মুম্বই হলেও ছোটবেলাটা কেটেছে জামশেদপুরেই। আর সেই সঙ্গে কলকাতায় এসেছেন বহুবার। নিজেই হেসে জানালেন, তিনি খেতে ভারী ভালবাসেন। আর বাঙালি খাবার তার খুব পছন্দ। একটা সময় এই বাঙালি খাবারের টানেই তিনি বারবার কলকাতা এসেছেন। তাই বহুদিন পর আবার, সেই কলকাতায় ফিরে মন খুলে খাওয়াদাওয়ার কথা বললেন। বাঙালি খাবারের মধ্য়ে তার সবচেয়ে পছন্দের খাবার হল আলুপোস্ত। তার পাশাপাশি বাংলার মিষ্টি খেতেও তিনি খুব ভালবাসেন। মুম্বই-এ মিষ্টি পাওয়া গেলেও কলকাতার মিষ্টিই তার সবচেয়ে পছন্দের। তাই তাঁর বন্ধুরা কলকাতায় এলে, তাঁদেরকে অনুরোধ করেন মিষ্টি নিয়ে আসতে।