বাতিল একাধিক বিমান, যাত্রী বিক্ষোভে উত্তাল দমদম বিমানবন্দর

যাত্রী বিক্ষোভে উত্তাল দমদমের নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার ভোরে কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল গো এয়ারের একটি বিমানের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানটি নির্দিষ্ট সময়ে ওড়েনি। কিন্তু বিষয়টি তাদের জানান হয়নি বলে অভিযোগ যাত্রীদের। এরপর সকাল ১০টা বিমানটি ছাড়ার কথা থাকলেও শেষপর্যন্ত যান্ত্রীক  ত্রুটির কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। এর পরেই  বিমানবন্দরের ভিতরে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

/ Updated: Dec 02 2019, 12:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

যাত্রী বিক্ষোভে উত্তাল দমদমের নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার ভোরে কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল গো এয়ারের একটি বিমানের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানটি নির্দিষ্ট সময়ে ওড়েনি। কিন্তু বিষয়টি তাদের জানান হয়নি বলে অভিযোগ যাত্রীদের। এরপর সকাল ১০টা বিমানটি ছাড়ার কথা থাকলেও শেষপর্যন্ত যান্ত্রীক  ত্রুটির কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। এর পরেই  বিমানবন্দরের ভিতরে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এদিন যান্ত্রীক ত্রুটির কারণে আহমেদাবাদগামী একটি বিমানও বাতিল করে গো এয়ার। সেই বিমানের যাত্রীরাও বিক্ষোভ দেখাতে থাকেন। কর্তৃপক্ষের তরফে বিমান বাতিলের কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে তাদের অভিযোগ।  কীসের জন্য তাদের টিকিট বাতিল করা হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়ে  দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান যাত্রীরা।