লোকাল ট্রেনের দাবিতে পরপর দু'দিন যাত্রীদের বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল নিরাপত্তা

  • পরপর দু'দিন একাধিক স্টেশনে চলে ট্রেন অবরোধ
  • শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ ঘিরে ধুন্ধমার
  • এই ঘটনার পরেই এবার বাড়ানো হল নিরাপত্তা
  • একাধিক স্টেশনে মোতায়েন হয়েছে জিআরপি এবং আরপিএফ
/ Updated: Jun 25 2021, 02:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রেল কর্মীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। সেই ট্রেনেইব ওঠার দাবি জানায় নিত্যযাত্রীরা। বুধবার সকালে প্রায় ৪ ঘন্টা ধরে চলে রেলের অবরোধ। সেই একই ছবি দেখা যায় বৃহস্পতিবারেও। রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশন চত্ত্বর। বুধ-বৃহস্পতি দু'দিনের এই অশান্তির পরই এবার বাড়ানো হল নিরাপত্তা। শুক্রবার সকালে সোনারপুর, মল্লিকপুর ,চম্পাহাটি, ঘুটিয়ারীশরীফ, বেতবেড়িয়া স্টেশনে জি আর পি এবং আর পি এফ মোতায়ন করা হয়।