শাসকদলের কথায় শান্তিপূর্ণ নির্বাচন, মানতে নারাজ বামফ্রন্ট

 শাসকদল শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানালেও মানতে নারাজ বামফ্রন্ট। বিজেপি বহিরাগতদের নিয়ে নাটক করার চেষ্টা করেছে, বললেন ফিরহাদ। পুরভোটে অবাধে চলেছে ভোট লুঠ, দাবি বামফ্রন্টের। নির্বাচন কমিশনকে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি দাবি জানিয়েছেন। ভোট নিয়ে অশান্তির অভিযোগ ওড়ালেন ফিরহাদ হাকিম।

/ Updated: Feb 12 2022, 07:22 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শাসক শিবির চার পুরভোট শান্তিপূর্ন দাবি করলেও। মানতে নারাজ বামফ্রন্ট। তাদের কথায় চার পুরভোটে অবাধে চলেছে ভোট লুঠ। কোথাও ভয় ভীতি প্রদর্শন পাশপাশি শাসকের নির্দেশে অবাধ বহিরাগত প্রবেশ ঘটেছে। বিষয় গুলি কিমশনের নজরে আনা হয়েছে। তাই বামফ্রন্টের দাবি জানানো হয়েছে বাকি সময়ে যে টুকু ভোট দান হবে তার জন্য কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করুক।প্রসঙ্গত, শনিবার সকাল থেকে ৪ জায়গায় চলছে বিধানসভা নির্বাচন। বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোলে এদিন ছিল ভোট। সকালের দিকে শান্তিপূর্ণ ভোট হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় অশান্তির ছবি উঠে আসতে শুরু করে। বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডের এফডি ব্লকের এটিআই-এর বুথে ভুয়ো ভোটার ধরা পড়েন বিজেপি প্রার্থী মলি পাল-এর হাতে। লাইন থেকে বের করে দেওয়ার সময় ভুয়ো ভোটারের দাবি, 'মর্নিং ওয়াক করতে এসেছি।' এমনই নানান ছবি উঠে আসতে শুরু করে। এই নিয়েই ফিরহাদ হাকিম বলেন এমন কিছুই হয়নি, সবটাই সাজানো, অন্যদিকে বামফ্রন্টের দাবি চার পুরভোটে অবাধে চলেছে ভোট লুঠ।