Asianet News BanglaAsianet News Bangla

ফিরে এল সেই পুরনো ছবি, ভিড়ের চাপে বাস চালুর প্রথম দিনেই শিকেয় উঠল কোভিড বিধি

  • মুখ্যমন্ত্রী ১ জুলাই থেকে বাস চালুর কথা ঘোষণা করেন
  • সেই মতই প্রায় দেড় মাস পর চালু হল বাস
  • ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালুর অনুমতি দেন মুখ্যমন্ত্রী
  • ভিড়ের চাপে শিকেয় উঠেছে সেই কোভিড বিধি
Jul 1, 2021, 4:27 PM IST

সম্প্রতি বিশেষ কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে১৬ই জুলাই করা হয়েছে। মুখ্যমন্ত্রী ১ জুলাই থেকে বাস চালুর কথা ঘোষণা করেন। সেই মতই প্রায় দেড় মাস পর চালু হল বাস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালুর অনুমতি দেন মুখ্যমন্ত্রী। কোভিড বিধি মেনেই বাস চালুর অনুমতি দেন তিনি। ভিড়ের চাপে শিকেয় উঠেছে সেই কোভিড বিধি। বাস চালুর প্রথম দিনে এমনই ছবি দেখা গেল।