কালীপুজো ঘিরে মায়ের কাছে ভক্তের ঢল

কালী পুজো ঘিরে ভিড়  উপচে পড়ল কলকাতার বিভিন্ন কালী মন্দিরে। মায়ের আশীর্বাদ পেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালেন ভক্তরা। কলকাতার ঢাকা কালীবাড়িতে দেখা গেল ভক্তের সমাগম। এছাড়াও ভিড় দেখা গিয়েছে ঠনঠনিয়া, ফিরিঙ্গি কালী বাড়ি ছাড়াও শহরের বেশিরভাগ কালী মন্দিরে। 

/ Updated: Oct 29 2019, 12:04 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কালী পুজো ঘিরে ভিড়  উপচে পড়ল কলকাতার বিভিন্ন কালী মন্দিরে। মায়ের আশীর্বাদ পেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালেন ভক্তরা। কলকাতার ঢাকা কালীবাড়িতে দেখা গেল ভক্তের সমাগম। এছাড়াও ভিড় দেখা গিয়েছে ঠনঠনিয়া, ফিরিঙ্গি কালী বাড়ি ছাড়াও শহরের বেশিরভাগ কালী মন্দিরে। কালীপুজো উপলক্ষ্যে বেশির ভাগ মন্দিরেই চলছিল ভক্তিগীতি। কোথাও ঢাকের তালের সঙ্গে সঙ্গে সঙ্গত দিচ্ছিল ঘণ্টা। পরিবারের ছোট সদস্য়কে নিয়ে মা কালীর কাছে এসেছিলেন অনেকেই। মহানগরের এই মন্দিরগুলোর রয়েছে বহু পুরোনো ইতিহাস। বহু বছর ধরে মন্দির প্রতিষ্ঠাতার বংশধরেরা সেই ঐতিহ্য় ও ইতিহাস বহন করে চলেছে।