গুটকার পিক ফেলতেই কান ধরে ওঠবোস, যুবককে দিয়েই রাস্তা ধোয়াল পুলিশ, দেখুন সেই ভিডিও


শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন।  তারই মধ্যে অকারণে বাইরে বেরিয়ে পুলিশের সামনে রাস্তায় গুটকা খেয়ে পিক ফেলল এক যুবক। তার কাণ্ড দেখে রীতিমত অবাক পুলিশ। সচেতনতার অভাব দেখে  ওই যুবককে দিয়েই রাস্তায় জল ঢালিয়ে পরিষ্কার করালো  পুলিশ।  শেষে ৫০ বার কান ধরে উঠবস করিয়ে বাড়ি পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঠাকুরপুকুর জোকা চেকপোষ্টে ঘটেছে।

/ Updated: Aug 08 2020, 02:31 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন। সকাল থেকেই শহরের রাস্তার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারই মধ্যে অকারণে বাইরে বেরিয়ে পুলিশের সামনে রাস্তায় গুটকা খেয়ে পিক ফেলল এক যুবক। তার কাণ্ড দেখে রীতিমত অবাক পুলিশ। সচেতনতার অভাব দেখে  ওই যুবককে দিয়েই রাস্তায় জল ঢালিয়ে পরিষ্কার করালো  পুলিশ। অপরদিকে আরও এক যুবকও গুটকা নিয়ে অকারণে বাইরে বেরোনোয় পুলিশ তাকে বাইরে কোথাও গুটকার পিক ফেলতে দেয়নি। শেষে ৫০ বার কান ধরে উঠবস করিয়ে বাড়ি পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঠাকুরপুকুর জোকা চেকপোষ্টে ঘটেছে।


 শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে অতিরিক্ত পুলিশকর্মী এবং অফিসারদের মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে কোনও গাড়ি যাতে ঢুকতে না-পারে, তার জন্য শহরের প্রবেশপথগুলিতে নাকা তল্লাশি চলছে। মোট ২৮টি জায়গায় রাস্তার মাঝে গার্ডরেল দিয়ে ওই তল্লাশি করা হবে। ট্র্যাফিক গার্ডের সঙ্গে রয়েছেন স্থানীয় থানার অফিসারেরাও। লালবাজার সূত্রের খবর, সকালের দিকে দুধের দোকান ,পাড়ার ছোট দোকানগুলি না খোলার নির্দেশ দেওয়া হয়েছে  সংশ্লিষ্ট এলাকার থানাগুলিকে। একই সঙ্গে এলাকার বাজারগুলিতে পুলিশকর্মী মোতায়েন করার পাশাপাশি সেখানে সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।